মালদা

দোকানের সামনে নোংরা ফেলতে বাধা দেওয়ায় শাসক দলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর কাছে আক্রান্ত ব্যবসায়ী

নোংরা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসার জেরে আক্রান্ত ব্যবসায়ী।আক্রান্ত শাসক দলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর কাছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা এলাকায়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা পর থেকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস পলাতক।  

 

            ইংরেজবাজার থানার অন্তগর্ত পবিত্র সেন গ্যালারির মার্কেট কমপ্লেস্কের ব্যবসায়ী দীজেন্দ্র নাথ মন্ডলের অভিযোগ দোকানের সামনে নোংরা ফেলতে বাধা দেওয়ায় শাসক দলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস তাঁর দলবল নিয়ে দোকানে এসে এদিন তার উপর চড়াও হয়। এমনকি দোকান থেকে উচ্ছেদ করার চেষ্টা করে।বাঁধা দিতে গিয়ে দীজেন্দ্র নাথ মন্ডলকে বেধড়ক মারধোরও করা হয় বলে অভিযোগ। অন্যান্য ব্যবসায়ীরা ছুটে রুদ্রমূর্তি ধারনকারী কৃষ্ণ দাস ও তাঁর দলবলের হাত থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে।ব্যবসায়ীর অভিযোগ অন্যান্য ব্যবসায়ীরা সহযোগিতা না করলে তাঁর প্রাণহাণিও হতে পারত। ঘটনার পর এই মার্কেটের ব্যবসায়ী সংগঠন ইংরেজবাজার থানায় শাসক দলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি ও তাঁর দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। আক্রান্ত ব্যবসায়ীও ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন। জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকেও। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মুখে কুলুপ এঁটে জানিয়েছেন আইন আইনের পথে চলবে।